ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘দ্রোহের মন্ত্রে জাগি বিজয় হুঙ্কারে’ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজন করছে চার দিনব্যাপী ‘পোলার-জেইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩’। এবার প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ‘বিজয়, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার ৪২ বছর’।



সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক অনিন্দ সাইমুম ইমন এ তথ্য জানান। সাংগঠনিক সম্পাদক আরাফাত নোমানসহ সংগঠনের অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় অমর একুশের পাদদেশ থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা।

বুধ ও বৃহস্পতিবার জহির রায়হান মিলনায়তন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। শুক্রবার সেলিম আল দীন মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নিচ্ছে। দেশের সাম্প্রতিক বিষয়গুলো রাখা হয়েছে বিতর্কের বিষয় হিসেবে। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে ‘পোলার আইসক্রিম’।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।