ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসি চেয়ারম্যান হিসেবে ইকরাম আহমেদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
পিএসসি চেয়ারম্যান হিসেবে ইকরাম আহমেদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ইকরাম আহমেদ।
 
মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তাকে শথপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।


 
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার একেএম শামসুল ইসলাম।

সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে পিএসসির সদস্য ইকরাম আহমেদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আদেশ বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর পিএসসির চেয়ারম্যান এটি আহমেদুল হকের মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময় ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।