ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুক্রবার থেকে রাবিতে শীতকালীন ছুটি শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
শুক্রবার থেকে রাবিতে শীতকালীন ছুটি শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। চলবে ৯ জানুয়ারি  পর্যন্ত।



বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩-২৪ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ২৭ ডিসেম্বর ২০১৩ থেকে ৬ জানুয়ারি ২০১৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক কার্যালয় ও সব হল বন্ধ থাকবে। এতে আরও বলা হয়েছে প্রসাশনিক কার্যক্রম ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

ছাত্র-ছাত্রীদের ২৭ তারিখ (শুক্রবার) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০১৪ সকাল ৮টায় হলগুলো আবার খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার কথা ছিল কিন্ত রাজনৈতিক অবস্থার কারণে একদিন এগিয়ে ২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: আয়শা আক্তার তৃষ্ণা ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।