ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে পাসের হারে সেরা বরিশাল শিক্ষা বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
জেএসসিতে পাসের হারে সেরা বরিশাল শিক্ষা বোর্ড

ঢাকা: ২০১৩ সালের জেএসসি ও জেডিসি’র ফলাফলে অন্য সব বোর্ডকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডের পাসের হার ৯৬.৬০।

এরপরই রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ৮৮ শতাংশ।   বেশ ভাল করেছে সিলেট বোর্ড।

এ বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ১৫ শতাংশ। কুমিল্লা বোর্ড রয়েছে চতুর্থ অবস্থানে। পাসের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। এরপর যশোর বোর্ড, পাসের হার ৮৯ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৯১ শতাংশ। এ বোর্ডের অবস্থান ৬ষ্ঠ।

অন্য বোর্ডগুলোর তুলনায় ঢাকা বোর্ডের অবস্থা বেশ খারাপ। এ বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৯৩। সবার চেয়ে খারাপ অবস্থানে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ১৩ শতাংশ।

এবার জেএসসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ৭১ শতাংশ। ২০১২ সালে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৭। এ বছর গত বছরের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ বেশি।

গতবারের চেয়ে এবারে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭৩ হাজার ৪০৪ জন বেড়েছে। এ বছর মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন।

উল্লেখ্য, রোববার বেলা ১১টার কিছু আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এ অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা; ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।