ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের দায়ে আটক ১, বহিষ্কার ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
সুনামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের দায়ে আটক ১, বহিষ্কার ১৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হুমায়ুন কবির (২৪) নামের এক পরীক্ষার্থীকে আটক ও ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার কর‍া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আটক ও বহিষ্কৃতদের পরিচয় জানা যায়নি।

আটক হুমায়ুন কবির জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ও বাউবির ডিগ্রি পরীক্ষার কেন্দ্র সচিব সৈয়দ মুহিবুল ইসলাম বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ সরকারি কলেজে ইংরেজি পরীক্ষা চলাকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বিশ্বজিৎ কুমার পাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে বহিষ্কার ও একজনের পকেটে প্রশ্নপত্রের ফটোকপি পাওয়ায় তাকে আটকের নির্দেশ দেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।