ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ষষ্ঠ শ্রেণির বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
ষষ্ঠ শ্রেণির বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব

ঢাকা: পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত হওয়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অতিরিক্ত দু’টি করে পদ সৃষ্টি করার প্রস্তাব করেছেন জেলা প্রশাসকেরা (ডিসি)।
 
আসন্ন ডিসি সম্মেলনকে সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া ডিসিদের প্রস্তাবনা থেকে এ তথ্য জানা গেছে।


 
৮ থেকে ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
নিয়মানুযায়ী ডিসি সম্মেলনকে সামনে রেখে চিহ্নিত সমস্যা সমাধান, প্রয়োজনীয় সুপারিশ ও প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করেছেন বিভিন্ন জেলার ডিসিরা। মন্ত্রিপরিষদ বিভাগ তা গ্রন্থিত করে সম্মেলনে ডিসিদের হাতে তুলে দেবে।
 
শিক্ষা সম্পর্কিত বিষয়ে ডিসিরা পাঠ্যপুস্তক সংরক্ষণের জন্য প্রতি উপজেলায় একটি করে ভবন নির্মাণের প্রস্তাবনা করেছেন।
 
এছাড়া দূর্গম ও হাওর অঞ্চলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০ শতাংশ নারী কোটার বাধ্যবাধকতা শিথিল ও পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণি খোলা হয়েছে এমন সব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অতিরিক্ত দু’টি করে পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে ডিসিদের।
 
শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের কথা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১০ সালে শিক্ষানীতি চালুর পর প্রাথমিক স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করতে গত বছরের জানুয়ারি থেকে ৪৯১টি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি খোলা হয়। এবার তার সঙ্গে যোগ হয়েছে মাত্র ১৭৪টি বিদ্যালয়। সব মিলিয়ে সারা দেশে এখন ষষ্ঠ শ্রেণি রয়েছে এমন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬৫টি।
 
এসব বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকা অবস্থায় যে চার/পাঁচজন শিক্ষক ছিলেন তাদের দিয়েই পাঠদান চলছে। ফলে কাঙ্ক্ষিত পড়াশোনাও হচ্ছে না।
 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতাও চেয়েছেন ডিসিরা।
 
প্রস্তাব করা হয়েছে মহানগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করার।
 
রেওয়াজ অনুযায়ী, সম্মেলনে বরাবরের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে উত্থাপিত সমস্যাগুলো সমাধানের বিষয়েও নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত মোট ২৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিভিন্ন জেলার প্রশাসকরা ছাড়াও বিভাগীয় কমিশনাররা অংশ নেবেন।
 
৬৪ জেলার চিহ্নিত ৩০৭টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশও দাখিল করেছেন তারা।
 
এ সম্মেলনে প্রধানমন্ত্রী ডিসিদের সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নির্দেশ দেবেন। পাশাপাশি ডিসিরাও মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মুখোমুখি হতে হয় এমন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবেন।
 
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।