ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: গৌরবময় পথচলার ৬২ বছর

রফিকুল ইসলাম, রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়: গৌরবময় পথচলার ৬২ বছর

রাবি: গৌরব আর ঐতিহ্যের ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোববার রাবির ৬১তম প্রতিষ্ঠবার্ষিকী।



১৯৫৩ সালের এদিনে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রধান এ বিদ্যাপীঠ। ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। একই বছরের ৬ জুলাই ড. ইৎরাত হোসেন জুবেরীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সেই সময় পদ্মাপাড়ের বড় কুঠি ও রাজশাহী কলেজের বিভিন্ন ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬১ সালে বড় কুঠি থেকে নয়নাভিরাম মতিহারের সবুজ চত্বর আসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। রাজশাহী শহর থেকে ৭ কিলোমিটার দূরে পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত এ ক্যাম্পাসটি ৩০৩ দশমিক ৮০ হেক্টর জমিতে স্থাপিত।

শুরুতে দর্শন, ইতিহাস, বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণিত ও আইন বিষয়ে স্নাতকোত্তর কোর্স দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের আওতায় ৫০টি বিভাগে ৪ বছর মেয়াদী স্নাতক ও ১ বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে। তাছাড়া উচ্চতর গবেষণার জন্য রয়েছে ৫টি ইনস্টিটিউট।

প্রতিষ্ঠার পর থেকেই ৬৯’র গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এ বিশ্ববিদ্যালয়টি। দেশের যেকোন অন্তিম ক্রান্তিলগ্নে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অপরিসীম।

এরই অংশ হিসেবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এছাড়া ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবিবুর রহমান, অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার, মীর আবদুল কাইয়ূমসহ অনেক ছাত্র ও কর্মকর্তা-কর্মচারী।

গৌরবের ৬১তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে নানা কর্মসূচি। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব
অনুষ্ঠান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও ভবনগুলো সাজানো হয়েছে মনোরম সাজে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল সোয়া ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত ‍নারী আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহান এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

এর আগে সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হবে। পরে পালন করা হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা এবং ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।