ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
যবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার বেলা ১১টায় যবিপ্রবি ক্যাম্পাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে যবিপ্রবি শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।



পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন এবং শিক্ষকদের চাকরির বয়স ৬৭ বছরে উন্নীত করার দাবিতে এ মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা।

পরে যবিপ্রবি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আলম হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।