ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নোবিপ্রবিতে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ট্রেজারার জনাব ফতেহ নূর রোবেল, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর সরকার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন প্রমুখ।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো এবং তাদের চাকরির বয়সসীমা ৬৭ করার দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ‍প্রকাশ করেন।

মানববন্ধন পরিচালনা করেন শিক্ষক সমিতির প্রচার সম্পাদক জনাব মো. গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।