ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
পবিপ্রবি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন।



পতাকা উত্তোলন শেষে ভাইস-চ্যান্সেলর আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন।

পরে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সমগ্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে প্রফেসর স্বদেশ সামন্ত এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

এসময় বক্তব্য রাখেন- ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. হারুনর রশীদ, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রক্টর প্রফেসর মোহম্মদ আলী, রেজিস্ট্রার মো. নওয়াব আলী, সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সেকশন অফিসার মো. লুৎফর রহমান, ছাত্রলীগ সহ-সভাপতি আনিসুজ্জামান, শিক্ষার্থী আলী আদনান, রকিবুল ইসলাম, সিনিয়র সহাকারী জসীম উদ্দিন বাদল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষিণাঞ্চলের জনগণের দোড়গোড়ায় শিক্ষা ব্যবস্থা বিস্তারের লক্ষে ২০০০ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ সেশনজটমুক্ত এ ক্যাম্পাসে ৭টি অনুষদে ৮টি ডিগ্রি প্রদান করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।