ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে পিএসসির আদলে কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে পিএসসির আদলে কমিশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে সরকারি কর্ম কমিশনের আদলে একটি বেসরকারি কমিশন গঠনের কাজ চালিয়ে যাচ্ছে সরকার।

মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম দিন সচিবালয়ে অনুষ্ঠিত শিক্ষা সংক্রান্ত অধিবেশনে জেলা প্রশাসকেরা শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে সুপারিশ করলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।



অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ স্বচ্ছ হয় না বলে জানিয়েছেন জেলা প্রশাসকেরা।

শিক্ষামন্ত্রী জানান, এনটিআরসিএ সার্টিফিকেট ছাড়া কাউকে শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ নেই। পিএসসির আদলে একটা কমিশন তৈরি করছি। যেখানে চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।  

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি সঠিকভাবে পরিচালিত হয় না বলেও জানান ডিসিরা।
 
শিক্ষামন্ত্রী বলেন, আইনগতভাবে যেন নির্বাচন করতে পারি সে ব্যাপারে ডিসিদের জানানো হয়েছে। স্থানীয় হস্তক্ষেপ যেন না করে সে ব্যাপারে পদক্ষেপ নেব। এ জন্য প্রশিক্ষণ চলছে। এমপিরা চারটির বেশি প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না।

শিক্ষামন্ত্রী জানান, প্রত্যেক জেলায় এডিসির (শিক্ষা) নেতৃত্বে একটি কমিটি করে জেলার শিক্ষা সমন্বয় আরো উন্নত করতে একমত হয়েছেন ডিসিরা। এডিসিকে সভাপতি করে এই কমিটি করা হবে।

জেলা প্রশাসকেরা শিক্ষক সংকটের কথা জানালে শিক্ষামন্ত্রী বলেছেন, ১৫০ জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, আরো ৫০ জন অধ্যক্ষ আজই নিয়োগ দেওয়া হয়েছে। এতে শিক্ষক সংকট কেটে যাবে।

স্কুল পরিদর্শনে জেলা প্রশাসকদের পরিদর্শন বাড়ানোর আগ্রহের কথা জানিয়ে ডিসিরা বলেন, এতে শিক্ষার মান বাড়বে।

বই বিতরণ, পাবলিক পরীক্ষা গ্রহণ, শিক্ষক প্রশিক্ষণে প্রত্যেক উপজেলায় একটি ভবন তৈরির প্রস্তাব করেন ডিসিরা।

অর্থাভাবে তা করা সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, সুযোগ হলে আমরা তা করব।

শিক্ষার মান বাড়াতে মাঠ পর্যায়ে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা তাদের সহযোগিতা কামনা করেছি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।