ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বিরতিহীন পরীক্ষার সিদ্ধান্ত হয়নি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
‘বিরতিহীন পরীক্ষার সিদ্ধান্ত হয়নি’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এসএসসি-এইচএসসি পরীক্ষা বিরতিহীনভাবে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই পরীক্ষার রুটিন করা হবে।
 
এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রীর এক বক্তব্যের জের ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই নিজেই এ ঘোষণা দিলেন নাহিদ।


 
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে প্রশিক্ষাণার্থী শিক্ষকদের সাথে এক সভায় একথা বলেন।
 
নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বিষয়ক তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তির উচ্চমানের ব্যবহারসহ কয়েকটি সুপারিশ করেছে। কমিটি সেই সঙ্গে তিন মাসব্যাপী এসএসসি পরীক্ষা গ্রহণের সময় কমিয়ে আনার কথা বলেছে। তারা ক্লাস ও পড়াশুনার সময় বৃদ্ধি ও দীর্ঘদিন পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে আবদ্ধ করে না রাখার লক্ষ্যে পূর্বের ন্যায় দিনে দু’পেপার বা বিরতিহীন বা অন্যভাবে সময় কমানোর পরামর্শ দিয়েছেন। কমিটির রিপোর্টের সব সুপারিশই প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছিল।

 গত ২ জুলাই তদন্ত কমিটির সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
 
শিক্ষামন্ত্রী দাবি করে বলেন, একটি মহল বিরতিহীনভাবে বা পরীক্ষায় কোনো গ্যাপ থাকবে না বলে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদেরকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদেরকে রাজপথে নামাতে চেষ্টা করছে। এতে আমাদের শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।
 
পরীক্ষার রুটিন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি উলেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের মতো দিনে দু’পেপার পরীক্ষা দিতে অভ্যস্ত নয়, তারা মাঝে মাঝে গ্যাপ দিয়ে পরীক্ষা দিতে অভ্যস্ত। রুটিন করার সময় এটি বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেবো।
 
তিনি পরীক্ষার রুটিন বিষয়ে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
 
নায়েমের মহাপরিচালক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

** প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষায় গ্যাপ থাকবে না
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।