ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সম্পাদকের পদত্যাগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সম্পাদকের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার
অভিযোগ এনে পদত্যাগ করেছেন দলের সাধারণ সম্পাদক ধীমান মল্লিক।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ এক সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনে কোনো গণতান্ত্রিক চর্চা নেই। মিটিং-এর এজেন্ডা আহ্বায়ক ঠিক করেন, সিনিয়রদের তুচ্ছ মনে করা হয়। অর্থ বিষয়ক সব সিদ্ধান্ত আহ্বায়ক নিজে ইচ্ছে মতো নেন। যা স্বচ্ছ নয়।

আহ্বায়ক মৈত্রী বর্মণ কর্তৃক এক কর্মীকে লাঞ্ছিত করা, কোনো কাউন্সিল না করা, যাবতীয় বিষয় আহ্বায়ককে জানানোর পরও সিদ্ধান্ত না নেওয়ায় পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

এছাড়া সংগঠনের দপ্তর সম্পাদক শাফাআত পারভেজ কর্তৃক মারধরের হুমকি এবং সাবেক সভাপতি, জাবি ইনচার্জ ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলেও তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান তিনি।

এ সময় বক্তব্য জানতে আহ্বায়ক মৈত্রী বর্মনকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।