ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমুদ্রসীমা জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন খুবি উপাচার্যের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
সমুদ্রসীমা জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন খুবি উপাচার্যের ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান

খুলনা: বঙ্গোপসাগরের সমুদ্র সীমানা সংক্রান্ত আন্তর্জাতিক রায়ে বাংলাদেশ বিপুল এলাকা জুড়ে সমুদ্রসীমা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জনিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সমুদ্র সীমানা সংক্রান্ত এ বিজয় দেশ ও জাতির জন্য বড় অর্জন।

মায়ানমারের পর ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের শান্তিপূর্ণ অবসান ও এ রায়ের ফলে আমাদের সমুদ্রসীমা সম্প্রসারণের পাশাপাশি মৎস্যসহ সামুদ্রিক অন্যান্য সম্পদ আহরণের নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের এ বিজয়কে দূরদর্শীতা, নায্য অধিকার আদায়ে দৃঢ় মনোবল ও কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করেন।

এছাড়া পৃথক এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দ জানিয়েছেন খুবির স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. কাজী শাহনেওয়াজ রিপনসহ পরিষদের অন্যান্য সদস্য প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, প্রফেসর ড. সর্দার শফিকুল ইসলাম, প্রফেসর ড. আমীরুল মোমেনীন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।