ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজ প্রযুক্তি কোর্সের সমাপ্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজ প্রযুক্তি কোর্সের সমাপ্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজ প্রযুক্তি বিষয়ক তিন মাসব্যাপী স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্সের ১৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।



ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

তিনি বলেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভাল বীজের গুরুত্ব অপরিসীম। তিনি প্রশিক্ষণার্থীদের দেশের উন্নয়নে প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যবহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন, দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়েই একমাত্র বীজ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এমএস ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র একটি বীজ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন মিঞা ও কৃষি মন্ত্রণালয়, বীজ উইং-এর মহাপরিচালক আনোয়ার ফারুক।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, EQSSP, IDB/GoB প্রকল্পের আর্থিক সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কোর্সটিতে দেশের বীজ সংক্রান্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২০ জন কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।