ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সংঘাতকে জয় করে সাংবাদিকদের এগুতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
সংঘাতকে জয় করে সাংবাদিকদের এগুতে হবে

ঢাকা: যুগে যুগেই সাংবাদিকতার সঙ্গে রাজনীতির সম্পর্ক বিদ্যমান ছিল। সহাবস্থানের পাশাপাশি এ দুয়ের মধ্যে সংঘাতও রয়েছে।

তবে এই সংঘাতকে জয় করেই সাংবাদিকতা এতদূর এসেছে এবং ভবিষ্যতেও এগিয়ে যেতে হবে।  

মঙ্গলবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) এক আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান এ কথা বলেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কলাবাগানে এসইউবির বিজয় ক্যাম্পাসে ‘সাংবাদিকতা ও রাজনীতি: সম্পর্ক ও সংঘাত’ শীর্ষক ওই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এসইউবির নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের আয়োজনে ওই আলোচনায় উপস্থিত ছিলেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এসইউবির পাবলিক রিলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন-এর প্রধান মুজতবা আহমেদ মুরশেদ, সিনিয়র লেকচারার সজীব সরকার, লেকচারার শেখ জিনাত শারমিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।