ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে হরিজন শিশুদের জন্য স্কুল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
রাবিতে হরিজন শিশুদের জন্য স্কুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বৈষম্য দূর করে ও জ্ঞানের আলো জ্বালাতে সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের শিশুদের পাশে দাঁড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কতিপয় উদ্যমী তরুণ।

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে স্বেচ্ছাশ্রমে রাবি সংলগ্ন হরিজন পল্লীতে বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ চালু করেছে একটি তারা।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’ এর সদস্যরা এ ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।

সোমবার বিকেলে ‘নবজাগরণ শিক্ষা নিকেতন’ নামে এই স্কুলের উদ্বোধন করা হয়।

এ স্কুলে হরিজন পল্লীর সুবিধাবঞ্চিত শিশু এবং ভাসমান পথশিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। সপ্তাহে চারদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে।

সোমবার বিকেলে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। তিনি বলেন, নবজাগরণ সংগঠনটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে হরিজন পল্লীর শিশুদের পড়ালেখার প্রতিকূলতা দূর হল।

তিনি উদ্যেক্তাদের বিভিন্ন প্রতিকূলতার মাঝেও কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে বলেন এবং পল্লীর বাসিন্দাদের সহযোগিতার আহ্বান জানান।

এই স্কুলের উদ্যোক্তাদের সঙ্গে কথ‍া বলে জানা যায় এর প্রতিষ্ঠার পটভূমি।

তারা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবহেলিত শ্রেণি হরিজনদের আবাস পূর্বদিকের একটি বস্তিতে। ওই এলাকাটি হরিজন পল্লী নামে পরিচিত। পল্লীর শিশুদের পড়ালেখার জন্য যেতে হয় দূরবর্তী স্কুলে।

কিন্তু এসব স্কুলের শিক্ষার্থীরা হরিজন পল্লীর শিশুদের নিজেদের সঙ্গে বসতে বা খেলতে দিতে চায় না। হরিজন শিশুরা প্রতিনিয়ত বৈষম্য ও গঞ্জনার শিকার হয়। ফলে কিছুদিন স্কুলে যাওয়ার পর হরিজন শিশুরা আর স্কুলে যেতে চায়না। একসময় শিক্ষাবিমুখ হয়ে পড়ে এরা। এসব শিশুকে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই স্কুল।

নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ সজীব ও সাধারণ সম্পাদক আবু হোরায়রা বলেন, পল্লীর অবিভাবকেরা যথেষ্ট শিক্ষিত না হওয়ায় তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিতে পারেন না। অবহেলিত মানুষের শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।