ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যোগ্যতার প্রমাণ আমরাও রাখতে চাই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
যোগ্যতার প্রমাণ আমরাও রাখতে চাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আমাদের প্রতি বৈষম্য সমাজব্যাপী। যেটা নিজের পরিবার থেকে শুরু হয়।

কিন্তু আমাদের নিজেরও মেধা বা যোগ্যতা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে আমরা এ মেধা বা যোগ্যতার প্রমাণ রাখতে চাই।

বুধবার বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন হিজড়া সম্প্রদায়ের সদস্য অনন্যা বণিক।

ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্টের (পিডিএফ) সামার চ্যালেঞ্জের উইংস ফনিক্স গ্রুপের আয়োজনে হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার সঞ্চালনায় হিজড়া সম্প্রদায়ের দশজন প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশ নেন।

অন্যর মধ্যে সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আহমেদ রেজা, আনন জামান প্রমুখ।

মতবিনিময় সভায় হিজড়া সম্প্রদায়ের সদস্য রুমী বলেন, সহানুভূতি নয়, চাই নিজের অধিকার। সমাজের আলাদা কোনো অংশ না হয়ে সমাজের অংশ হয়েই বাঁচতে চাই।

অপর সদস্য রিমি বলেন, সমাজের অন্য মানুষের যেমন পাঁচটি মৌলিক অধিকার রয়েছে, তেমনি আমরাও চাই পাঁচটি অধিকার নিশ্চিত করা হোক।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সব মানুষের জন্মগত অধিকার রয়েছে, যা আমাদের এ সমাজে বিদ্যামান সম্প্রদায়ের জন্যও প্রতিষ্ঠা করতে হবে।

হিজড়া সম্প্রদায়কে নিয়ে নাটক ‘শিখণ্ডী কথা’র রচয়িতা আনন জামান বলেন, হিজড়া শব্দের শব্দায়নেই সমস্যা রয়েছে। সমাজে এখনও এ শব্দটিকে সেভাবে গ্রহণ করা হয়নি।

মতবিনিময় সভার আগে কয়েকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয় এবং আটজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।