ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক ও ডিগ্রী (পাস) শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে।



নতুন এ একাডেমিক ক্যালেন্ডারে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি ৯ মাস পর পর পরীক্ষা গ্রহণের নিয়ম অনুসরণ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্তের অংশ হিসেবে এ ক্যালেন্ডার প্রণয়ন করেছ।

ক্যালেন্ডার অনুযায়ী স্নাতক সম্মান শ্রেণিতে প্রথম বর্ষের পরীক্ষা ২০১৫ সালের ফেব্রুয়ারিতে, দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২০১৬ সালের জানুয়ারিতে, তৃতীয়বর্ষের পরীক্ষা একই বছরের ডিসেম্বরে এবং চতুর্থবর্ষের পরীক্ষা ২০১৭ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ডিগ্রী (পাস) কের্সের প্রথমবর্ষের পরীক্ষা ২০১৫ সালের মে মাসে, দ্বিতীয়বর্ষের পরীক্ষা ২০১৬ সালের মার্চে এবং তৃতীয়বর্ষের পরীক্ষা ২০১৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

এ ক্যালেন্ডার অনুযায়ী অনার্স কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর চার বছরে এবং ডিগ্রী (পাস) কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তিন বছরের মধ্যে কোর্স সম্পন্ন করা হবে।

এ একাডেমিক ক্যালেন্ডার সফল করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
একাডেমিক ক্যালেন্ডারের বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info তে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।