ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকার নারী শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
সরকার নারী শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বর্তমান সরকার নারী শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন।

শনিবার দুপুরে নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের পরিচালনা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় কলেজের পরিচালনা কমিটির সদস্য নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভূইয়া (বীরপ্রতীক), কলেজ প্রিন্সিপাল মো. মাহমুদুল হক, ডা. মো. আবুল কাশেম, নূরুল গনি ভূইয়া পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।