ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে আইকিউএসি গঠনের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
খুবিতে আইকিউএসি গঠনের উদ্যোগ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সভায় এ উদ্যোগ নেওয়া হয়।



দেশের বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে হেকেপ’র আওতায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি গঠন করা হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে এক কর্মশালাও অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি গঠন ও এ বিষয়ে প্রকল্প প্রণয়নের নিয়মাবলী সম্পর্কে আলোচনা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামান আইকিউএসি সর্ম্পকিত এই সভার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়নে প্রভূত উপকারে আসবে এবং এ বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার তথা ইউজিসির প্রচেষ্টায় বৈদেশিক সহায়তায় ৩১৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্প বাস্তবায়িত হবে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ও যোগ দেবে।

ইউজিসিতে কিউএইউ (কোয়ালিটি এসিউরেন্স ইউনিট) গঠিত হবে যা দেশের বিশ্ববিদ্যালয়সমূহে গঠনতব্য আইকিউএসিকে মনিটরিং করবে।

আলোচনা সভায় আইকিউএসি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ইউজিসি আইকিউএসি বিশেষজ্ঞ প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।

তিনি আইকিউএসির ড্রাফট ম্যানুয়াল, লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা, ব্যবস্থাপনাসহ বিস্তারিত তুলে ধরে বলেন, বাংলাদেশে উচ্চ শিক্ষার ব্যাপক প্রসার লাভ করলেও শিক্ষার গুণগতমান মূল্যায়নে এখনও প্রাতিষ্ঠানিক বা স্বীকৃত পদ্ধতির কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে দেখা যায় বিশ্বের এক হাজার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে নামের তালিকায় আমাদের দেশের কোন বিশ্ববিদ্যালয় নেই।

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, আগামী তিন বছর ধরে এ প্রকল্প কাজ করতে পারলে একটি সুসংহত পদ্ধতি স্থির হবে যা স্থায়ীভাবে ভবিষ্যতে কাজ করতে পারবে।

এছাড়া এর পরই এ প্রকল্পটি রাজস্ব খাতে আনার প্রচেষ্টা চলছে। ফলে আগামীতে বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে আইকিউএসি স্থপিত হবে এবং অব্যাহত গুণগতমান অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারবে।

এই ধারণা প্রদান সভায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান ও হেকেপ সাব প্রজেক্ট সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।

বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।