ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন একই বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ।
 
নিয়োগ দেওয়া হয়েছে নতুন সচিবও।

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।
 
রোববার এ সংক্রান্ত ‍এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক (রসায়নের অধ্যাপক) শেখ মো. ওয়াহিদুজ্জামানকে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
 
নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদুল খবির চৌধুরী।
 
মাউশির উপ-পরিচালক (কলেজ-১) এ টি এম মইনুল হোসেনকে ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. আশফাকুস সালেহীনকে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক এবং রাজশাহী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক খ ম রশিদুল হাসানকে মাউশির উপ-পরিচালক (কলেজ-১) হিসেবে নিয়োগ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।