ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুলেছে রুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
ঈদের ছুটি শেষে খুলেছে রুয়েট ছবি: ফাইল ফটো

রাজশাহী: পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে মঙ্গলবার থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কাজ শুরু হয়েছে। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী সকল বিভাগের ক্লাশও শুরু হয়েছে।



দীর্ঘ ১২দিন ছুটি শেষে আবারও প্রশাসনিক ও একাডেমিক কর্মকা- শুরু হওয়ায় রুয়েট ক্যাম্পাস সারাদিন সরব ছিল।  

সকালে একাডেমিক ও প্রশাসনিক কাজ শুরু হওয়ার পর উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ রুয়েটের ডিন, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সকলকে প্রশাসনিক কর্মকাণ্ড বেগমান করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।