ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৭১.৭৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
বরিশাল বোর্ডে পাসের হার ৭১.৭৫

বরিশাল: বরিশাল বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২২৫ জন।



এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছেলে ছিল ২৮ হাজার ২৯৭ জন ও মেয়ে ২৭ হাজার ৪৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৮৪১ ও মেয়ে ২৭ হাজার ৭৪ জন।

মোট পাস করেছে ৩৯ হাজার ৪০২ জন। এর মধ্যে ছেলে ১৯ হাজার ৬৯৩ জন ও মেয়ে ১৯৭০৯ জন।
 
বরিশাল ক্যাডেট কলেজে পাসের হার শতভাগ। এছাড়া বরিশাল বোর্ডে দু’টি কলেজে কেউ পাস করেনি। এ কলেজ দু’টো হলো-পটুয়াখালী জেলার গুলি আওলিয়াপুর মডেল সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ ও পিরোজপুরের নেছারাবাদের দাইহারী মহাবিদ্যালয়।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর বাংলনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।