ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে সেরা ২০ কলেজ

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
সিলেটে সেরা ২০ কলেজ

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ ও প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করেছে শিক্ষা বোর্ড।

সেরা বিশটি প্রতিষ্ঠানের তালিকায় সিলেট নগরী ও জেলার ১০টি, মৌলভীবাজার জেলার ৫টি, হবিগঞ্জ জেলার ৪টি এবং সুনামগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।



এ তালিকায় এবার ৯২ দশমিক ৯৬ পয়েন্ট নিয়ে সিলেট ক্যাডেট কলেজকে টপকে প্রথম স্থান দখলে করে নিয়েছে গতবারের ২য় স্থানে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৪৮৮ জন  পরীক্ষার্থীর সবাই পাশ করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করেছেন ৪১৪ জন।

অন্যদিকে বরাবরেই প্রথম স্থানে থাকা সিলেট ক্যাডেট কলেজ এবার একধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এখান থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছেন। এ প্রতিষ্ঠানের প্রাপ্ত পয়েন্ট ৯১ দশমিক ০।

তাছাড়া ৮৫ দশমিক ০৬ নিয়ে নিজেদের গতবারের অবস্থান ধরে রেখেছে সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ। তারা রয়েছে ৩য় স্থানে। এ কলেজের ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২০৮ জন।

৭৪ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিলেট সরকারি মহিলা কলেজ। এ কলেজের ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৬৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৬ জন।

৭২ দশমিক ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সিলেট কমার্স কলেজ। এখান থেকে ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৭ জন।

৭১ দশমিক ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সিলেটের স্কলারস হোম। এখান থেকে ৩১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১১৮ জন।

৬৭ দশমিক ৮২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে গোলাপগঞ্জ উপজেলার এমসি অ্যাকাডেমি অ্যান্ড কলেজ। গতবার এই প্রতিষ্ঠানটির স্থান ছিলো দশম। এখান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন  ৩২০ জন।

৬৭ দশমিক ৪৬ নিয়ে অষ্টম স্থান ধরে রেখেছে হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজ। এ কলেজের ৯১০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২২ জন। পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ১৮ জন।

৬৬ দশমিক ৮২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দ্যা বার্ড’স রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। এ কলেজ গত বছর সেরা বিশের সপ্তম স্থানে ছিলো।

৬৫ দশমিক ৮৪ পয়েন্ট নিয়ে দশম স্থান ধরে রেখেছে মৌলভীবাজার সরকারি কলেজ। এখান থেকে ১ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ২২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।

এছাড়া মৌলভীবাজার জেলার শমসের নগরের সুজা মেমোরিয়াল কলেজের ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৯০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। এ কলেজের প্রাপ্ত পয়েন্ট ৬৩ দশমিক ২৭।

জুড়ি উপজেলার তৈয়বন্নেসা খানম একাডেমি কলেজ থেকে ৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ জন। প্রাপ্ত পয়েন্ট ৬২ দশমিক ৫৪।

শ্রীমঙ্গল সরকারি কলেজের উত্তীর্ণ ১ হাজার ২২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন। এ প্রতিষ্ঠানের প্রাপ্ত পয়েন্ট ৬২ দশমিক ৫৩। পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৮০ জন।

সুনামগঞ্জ সরকারি কলেজের ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮২৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন। এ প্রতিষ্ঠানের প্রাপ্ত পয়েন্ট ৬২ দশমিক ১১।

সিলেটের ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২২১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। এ প্রতিষ্ঠানের প্রাপ্ত পয়েন্ট ৬১ দশমিক ৫৭।

জনতা মহাবিদ্যালয়ের প্রাপ্ত পয়েন্ট ৬১ দশমিক ২০। এ কলেজের ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সাইদ উদ্দিন কলেজের ৬০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। প্রাপ্ত পয়েন্ট ৬০ দশমিক ৭৯।

হবিগঞ্জের বিবিয়ানা মডেল কলেজের ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯৯ জন। প্রাপ্ত পয়েন্ট ৬০ দশমিক ৭৫। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন।

বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রাপ্ত পয়েন্ট ৬০ দশমিক ৬৩। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। ৬০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৫৩৩ জন।

সর্বশেষ ৬০ দশমিক ৫৫ পয়েন্ট নিয়ে বিশতম স্থানে রয়েছে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ। এখান থেকে ১ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।