ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সুবিধা বঞ্চিত শিশুদের অর্থ প্রদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
জাবিতে সুবিধা বঞ্চিত শিশুদের অর্থ প্রদান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সুবিধা বঞ্চিত ৪০ শিশুর অভিভাবকের কাছে চেক দেওয়া হয়।



অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আশরাফুন নেসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

আশরাফুন নেসা বলেন, আমরা শিশুর মায়েদের অ্যাকাউন্ট পে চেক দিয়ে থাকি এবং সঙ্গে তিনটি শর্ত থাকে। শর্তগুলো হলো শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে, বাল্য বিবাহ দেওয়া যাবে না এবং শিশুদের দিয়ে কাজ করানো যাবে না।

তিনি জানান, ২০১২ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প আগামী ২০১৬ সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি শিশুকে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হচ্ছে। ৬ মাস অন্তর অন্তর এই অর্থ দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো এই অর্থ দেওয়া হলো।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, এখন গ্রামের রাস্তা দিয়ে মেয়েরা স্কুল ড্রেস পড়ে হেঁটে যেতে দেখা যায় যা ২০ বছর আগে চিন্তাও করা যেত না। এই অর্থ দেওয়ার ফলে প্রত্যেকটি শিশু তার পড়ালেখা করার অধিকার পাচ্ছে।

উপাচার্য অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র ও সরকার ততোক্ষণ আপনাদের সঙ্গে থাকবে যতোক্ষণ আপনারা আপনাদের বাচ্চাদের ধরে রাখতে পারবেন। এমনও হতে পারে এদের মধ্যে থেকে কেউ হবে পাইলট কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশতাক হাসান মোহাম্মদ ইফতেখার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।