ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাজীপুরের সেরা পাঁচ কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
গাজীপুরের সেরা পাঁচ কলেজ

গাজীপুর: গাজীপুর জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা পাঁচ কলেজের শীর্ষে রয়েছে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৬০১ জন পরীক্ষার্থীর মাধ্যে সবাই পাস করেছেন।

জিপিএ-৫ পেয়েছেন ৩৩৬ জন এবং মোট পয়েন্ট ৮৩ দশমিক ১৪।

দ্বিতীয় স্থানে রয়েছে- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এতে ৫৭৪ জন পরীক্ষার্থীর মাঝে ৫৬৭ জন পাস ও জিপিএ-৫ পেয়েছেন ২৫১ জন। প্রাপ্ত পয়েন্ট ৭৯ দশমিক ০৮, পাশের হার ৯৮ দশমিক ৭৮।

কোনাবাড়ি এলাকার এম ই এইচ আরিফ কলেজ তৃতীয় অবস্থানে আছে। এতে ৪৪৮ জন পরীক্ষার্থীর মাঝে ৪৪৫ জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। মোট পয়েন্ট ৭০ দশমিক ৯৩, পাশের হার ৯৯ দশমিক ৩৩।

চতুর্থ স্থানে রয়েছে- রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এ কলেজ থেকে ৩০২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছেন ২৯৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন, প্রাপ্ত পয়েন্ট ৬৭ দশমিক ২৭, পাশের হার ৯৮ দশমিক ৭৮ ভাগ।

এছাড়া গাজীপুর সরকারি মহিলা কলেজ এবার পঞ্চম স্থানে আছে। এ কলেজ থেকে ১ হাজার ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৩ জন পাস করেছেন, ৮৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজের মোট পয়েন্ট ৬৬ দশমিক ২১, পাশের হার ৯৩ দশমিক ৫০।

গাজীপুর জেলায় এবার ১৬ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭৫৪ জন। জেলায় পাসের হার ৮৭ দশমিক ৪৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩৭ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।