ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে জাতীয় শোক দিবসের র‌্যালি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
রাবিতে জাতীয় শোক দিবসের র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে শোক র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

১৫ আগস্ট শুক্রবার ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার ক্যাম্পাসে জাতীয় শোক দিবসের এ কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং আবাসিক হলের প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন, পরিবহন কর্মচারী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ড, ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন, উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন প্রমুখ।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এখনো দেশের বাইরে অবস্থান করছে। অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

তিনি সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সুনাগরিক হওয়ার পরামর্শ দেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ আহ্বান জানান।

সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।