ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
ইউল্যাবে আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডিস্থ ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসে বাংলাদেশের স্থপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবি নির্মলেন্দু গুণের ‘সেই রাত্রির কল্পকাহিনী’ ও ‘আগস্ট, শোকের মাস, কাঁদো’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের দুই ছাত্র-ছাত্রী কবিতা আবৃত্তি করেন।

এরপর নাগিসা ওশিমা নির্মিত ‘রহমান- ফাদার অব বেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
এতে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত জীবন দর্শন এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ম‍ূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও ইউল্যাব স্কুল অব বিজনেস-এর প্রফেসর আবদুল মান্নান।

মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের দুরবস্থার কথা তুলে ধরে অধ্যাপক মান্নান বলেন, সে সময় বাংলাদেশের পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পরে। সেই সঙ্গে খাদ্য সংকটও প্রকট হয়ে দেখা দেয়। বঙ্গবন্ধু তার নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ছিলেন। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ও তার পুরো পরিবার নিহত হন।

ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিপক্ষে থাকলেও সে দেশের জনগণ ও মিডিয়া আমাদের পক্ষে ছিলো। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবশেষে ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় অন্যদের মধ্যে ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ, রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা,  আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।