ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাগেরহাটে শিক্ষা কর্মকর্তার গ্রেফতারের দাবিতে মানবন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
বাগেরহাটে শিক্ষা কর্মকর্তার গ্রেফতারের দাবিতে মানবন্ধন

বাগেরহাট: নারী নির্যাতন মামলার আসামি বাগেরহাটের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারের (৫০) জামিন বাতিল করে গ্রেফতারের দবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে ‘আমরাই পারি সংগঠন’ নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার সকালে আমরাই পারি পারিবারিক নির্যাতন জেলা জোটের উদ্যোগে শহরের সাধনার মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।



বাগেরহাটের বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেয় তাদের এ মানববন্ধনে। পরে সংগঠনের নেতারা বাগেরহাটের জেলা প্রশাসক শুকুর আলীর কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১১ অক্টোবর শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারের বিরুদ্ধে তার স্ত্রী জাহানারা বেগম ঢাকার হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় ১৫ অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু ঢাকা সিএমএম আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) বাগেরহাট কারাগারে আসার আগেই ১৯ অক্টোবর তিনি জামিনে মুক্তি পেয়ে যান।

বাগেরহাট আমলী আদালত-৩ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম ১৯ অক্টোবর সেলিম তালুকদারের জামিন মঞ্জুর করেন। গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী ওই শিক্ষা কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নিয়ম থাকলে শিক্ষা বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষা কর্মকর্তাকে সহযোগিতা করছেন বলে তারা অভিযোগ করেন।

তারা অবিলম্বে ওই শিক্ষা কর্মকর্তার জামিন বাতিল করে পূণরায় গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করাতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অনান্যের মধ্যে অংশ নেয় আমরাই পারি পারিবারিক নির্যাতন বাগেরহাট জেলা জোটের কো-চেয়ারপার্সন শেখ নজরুল ইসলাম, আম্বিয়া খাতুন, ফোকাল পার্সন রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক কাজী গেলাম মোস্তফা লাবলু, মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আহমেদ, নাটাবের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন এবং সাংষ্কৃতিক সংগঠন অংকুরের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।