ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে তিন দিনের ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
খুবিতে তিন দিনের ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তিন দিনের এ পরীক্ষা চলবে শনিবার (১ অক্টোবর) পর্যন্ত।



ভর্তি পরীক্ষা বৃহস্পতি, শুক্র ও শনিবার (৩০, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর) অনুষ্ঠিত করার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খুবি সূত্রে জানা যায়, এবার ৫টি স্কুল (অনুষদ) ও ১টি ইনস্টিটিউটের অধীনে ২৪টি বিভাগে মোট ১০২৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা ৩১ হাজার ৪ শ’ ৭৭ জন।

ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে এবার রোল নং- ০০০১ থেকে ৩৬৫০ পর্যন্ত, খুলনা সিটি করপোরেশন উইমেন্স কলেজ উপ-কেন্দ্রে ৩৬৫১ থেকে ৫৮০০ পর্যন্ত, রেভারেন্ড পল্স হাইস্কুল উপ-কেন্দ্রে ৫৮০১ থেকে ৬২০৪ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষার প্রথম দিন ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল এবং একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার শেষ দিন শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ঝুঁকিপূর্ণ গল্লামারী ব্রিজের কথা বিবেচনায় রেখে ও পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে ৩০ ও ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ১ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গল্লামারী ব্রিজের পূর্ব পাশে অবস্থিত পুলিশ বক্স থেকে জিরো পয়েন্ট (গোলচত্বর) পর্যন্ত সব ধরনের যানবাহন (রিকশা, ভ্যানসহ) চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়ি পার্কিংয়ের জন্য জিরো পয়েন্ট এবং এর আশপাশের এলাকা ব্যাবহারের সুবিধা থাকছে।

এসময় বিকল্প পথ হিসেবে গল্লামারী হয়ে সোনাডাঙ্গা থেকে জিরো পয়েন্ট হয়ে যানবাহন চলাচল করতে পারবে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে বলেও ইতোপূর্বে সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ku.ac.bd/admission এবং www.facebook.com/khulnaversity এ পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।