ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার কার্যক্রমের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের ছাত্রবাস মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।



ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী-৩  (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর টিপু প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

পরে, স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।