ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় জেএসসি-জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৭২৬ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
বগুড়ায় জেএসসি-জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৭২৬ শিক্ষার্থী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় প্রথম দিনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৭২৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে জেএসসিতে ৪৬৪ এবং জেডিসিতে ২৬২ জন অনুপস্থিত।



শুক্রবার সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হরতালের কারণে ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতির কিছুটা হেরফের হলেও, জানা মতে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

এর আগে শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষা পরিদর্শনকালে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. শফিকুর রেজা বিশ্বাস বলেছেন, হরতাল দিলে শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, শিক্ষার্থীরা বিপাকে পড়ে, মন ভেঙে পড়ে শিক্ষার্থীদের। শিক্ষাকে গুরুত্ব দিলে হরতাল দেওয়া ঠিক নয়।

জেলায় ১৯টি কেন্দ্রে জেডিসি এবং ৩৭টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এরমধ্যে জেডিসিতে ছাত্র রয়েছে ৫ হাজার ২৮৫ এবং ছাত্রী রয়েছে ৪ হাজার ৮৩৭ জন। জেএসসিতে ছাত্র রয়েছে ১৬ হাজার ৬৫৬ এবং ছাত্রী রয়েছে ১৬ হাজার ৫৯৯ জন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।