ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সকাল ১১টায়

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সকাল ১১টায়

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় শুরু হবে।

এক ঘণ্টাব্যাপী ওই ভর্তি পরীক্ষায় ১২০০ আসনের বিপরীতে ৯ হাজার ৮৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি সেল।



ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন ১৬ হাজার ৭০ জন শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে প্রতি সিটের বিপরীতে প্রায় ৮ দশমিক ২৪ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

এদিকে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে বেশিরভাগ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে। নবীণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

নবীণ শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র সমিতি, জেলা ভিত্তিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য স্টল দিয়ে বসেছেন তারা।

এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হারুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।