ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি সমাবর্তন: হেল্প লাইন বিজি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
রাবি সমাবর্তন: হেল্প লাইন বিজি!

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাঙ্খিত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে নিবন্ধন করা গেলেও পিন নম্বর পাচ্ছেন না প্রার্থীরা। আর এজন্য হেল্প লাইনে কল করলেও তা ব্যস্ত পাওয়া যাচ্ছে।



নবম সমাবর্তনের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হয় গত ২০ অক্টোবর। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিকাশের মাধ্যমে তিন হাজার ৫৭০ টাকা দিয়ে প্রার্থীরা সোমবার (১০ নভেম্বর) পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফরম পূরণের পর প্রার্থীদের মোবাইলে একটি পিন নম্বর দেওয়া হবে, যা ব্যবহার করে প্রার্থীরা পূরণকরা ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে সমাবর্তনে অংশ নিতে পারবে।

আর একদিন পর নিবন্ধনের সময় শেষ হচ্ছে। এই সমাবর্তনে অংশ নিতে শেষ মুহূর্তে আবেদনকারীর চাপও বেড়েছে।

একাধিক প্রার্থী জানান, অনলাইনে ফরম পূরণ করে ২৪ ঘণ্টার মধ্যেও পিন নম্বর পাচ্ছেন না। আর এ জন্য একটি মাত্র হেল্প লাইন নম্বরে যোগাযোগ করলেও সেটি সব সময়ই ব্যস্ত পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় আবেদনকারীরা হেল্প লাইন নম্বর বাড়ানোর দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।