ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিরাপত্তার দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
নিরাপত্তার দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: ক্যাম্পাসে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও প্রবেশাধিকার বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‍সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়’৭১ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনের অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন।

এতে বক্তব্য রাখেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওয়াহাব রিন্টু, ছাত্র ইউনিয়নের সভাপতি ইমদাদ হক, সাধারণ সম্পাদক প্রেমাংশু মজুমদার, কৃষি অনুষদ ছাত্র সমিতির সহ সভাপতি রিয়াদ, ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অনিক, জিহাদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।