ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার থেকে ডিগ্রির ফরম পূরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
শনিবার থেকে ডিগ্রির ফরম পূরণ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণ অনলাইনের মাধ্যমে শনিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। যা চলবে আগামী ০৮ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত চলবে।

আর ব্যাংক ড্রাফট করার শেষ সময় ০৯ ডিসেম্বর (মঙ্গলবার)।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার্থীর তালিকা, আবেদন ফরম, বিষয় কোডসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। ওয়েব ঠিকানা- www.nu.edu.bd
 
এসময়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু পরামর্শও দিয়েছে। তারা এ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি কার্যক্রম অনলাইন ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও ২০১৪-১৫ সালের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম ১৯ ডিসেম্বর অনলাইনে এবং মেধার ভিত্তিতেই সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেধা তালিকার বাহিরে শিক্ষার্থীদের কারো ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। এ লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরমার্শ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।