ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নব-নির্মিত একাডেমিক কাম এক্সামিনেশন হলের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৩ তলা ভবনটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।



পরে ভবন উদ্বোধন উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ সাদির সভাপতিত্বে ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন- সংসদের সংরক্ষিত নারী আসন-৬ এর সেলিনা বেগম স্বপ্না এমপি, কলেজ অধ্যক্ষ এন আই এম এ আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজুল ইসলাম খান, মোস্তফা কামাল খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেল।

ছাত্র সমাবেশ শেষে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এরিয়াকে ফ্রি ওয়াইফাই জোন হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে একাডেমিক কাম এক্সামিনেশন হলটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।