ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইইউ’তে ‘গ্রিন এক্সপো’ পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
ইইউ’তে ‘গ্রিন এক্সপো’ পালিত

ঢাকা: চলমান ও সম্ভাব্য পরিবেশ বিপর্যয় থেকে মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় ইস্টার্ন ইউনিভার্সিটির পরিবেশ সংগঠন ‘আর্থকেয়ার ক্লাব’ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গ্রিন এক্সপো ২০১৪’ শিরোনামে নানা আয়োজন করে। প্রকৃতি নির্ভর উপায়ে উদ্ভাবনের মাধ্যমে সবাইকে সচেতন করার লক্ষ্যে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরে দিনব্যাপী চলে এসব কর্মসূচি।



দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পরিবেশ মেলার উদ্বোধন করেন। সবুজপাতা, ডাব্লিউবিবি ট্রাস্ট, সুইচ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বিডি এনভায়রনমেন্ট এতে অংশগ্রহন করেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান এবং আর্থকেয়ার ক্লাব’র উপদেষ্টা অধ্যাপক আশরাফ হোসেন এবং সহকারী অধ্যাপক ও ক্লাব সমন্ময়ক ফারহানা খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সহ ধানমণ্ডি আবাসিক এলাকা’র রাস্তা পরিষ্কার, গাছ থেকে বিজ্ঞাপন অপসারন করা হয়।

গ্রিন এক্সপো’র অন্যান্য আয়োজনে ছিল পরিবেশ বিষয়ক নিউজ ফুটেজ ও স্বল্পদৈর্ঘ সিনেমা, পরিবেশ বিষয়ক নাটিকা, গ্রিন টক এবং ক্লাবের নিজস্ব ওয়েবসাইট উদ্ধোধন।

ক্লাব সভাপতি রাজীব চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডঃ আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডি এনভায়রনমেন্টের প্রধান মোঃ আশরাফুল আলম।

প্রসঙ্গত, আর্থকেয়ার ক্লাব ২০১১ সালের ১৫ নভেম্বর ইস্টার্ন ইউনিভার্সিটি’র পরিবেশ সচেতন শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় চার শতাধিক সদস্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।