ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে বিডিএস শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
বরিশালে বিডিএস শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শিক্ষক ও আবাসন সংকট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার দাবিতে বরিশালে বিডিএস শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের(বিডিএস) শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে অন্যান্য পাঁচটি মেডিকেলের মত ডেন্টাল ইউনিট যাত্রা শুরু করে। কিন্তু দুঃখের বিষয় ডেন্টাল ইউনিট চালু হলেও বিডিএস এর শিক্ষার্থীদের জন্য স্থায়ী কোনো আবাসন ব্যবস্থা নেই।

বক্তারা বলেন, তাছাড়া নেই কোনো সক্রিয় ডেন্টাল ইউনিট ও ডেন্টাল ডিপার্টমেন্টের ব্যবস্থা। নির্দিষ্ট বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার যথাযথ মান নিশ্চিত হচ্ছে না।

শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষক চাই, বই চাই, পড়ালেখা করতে চাই এবং একজন ভালো ডাক্তার হতে চাই।

তাই হোষ্টেল নির্মাণ না হওয়া পর্যন্ত বৈধভাবে থাকার ব্যবস্থা, স্থায়ী হোষ্টেলের ব্যবস্থা, নির্দিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগ ও সক্রিয় ডেন্টাল ইউনিট এবং ডেন্টাল ডিপার্টমেন্টের দাবি জানান তারা।

এ দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নিতি-নির্ধারক, স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিডিএস এর শিক্ষার্থী তুহিন, রাজিব, সাদলি, মাসুদ, জেরিন, লিমাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।