ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে পর্দা নামলো চাকরি মেলার

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
রাবিতে পর্দা নামলো চাকরি মেলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’ সফলভাবে শেষ হয়েছে।

মেলার দ্বিতীয় দিন রোববার শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মেলায় শেষ পর্যন্ত সিভি জমা দিয়েছে ৪ হাজার ৮২১ জন চাকরি প্রার্থী শিক্ষার্থী।  
এদের মধ্যে ১৫ প্রার্থীকে মেলা চলাকালেই প্রাথমিকভাবে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিত করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলার অনলাইন মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজ২৪.কম।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণ এবং সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিত করে।

বিশ্ববিদ্যালয়ের পুরনো ফোকলোর চত্বরে শনিবার শুরু হয়েছিল দুইদিনব্যাপী এ চাকরি মেলা।

মেলার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরুল কবীর বাংলানিউজকে জানান, দুই দিনের এ মেলায় চাকরি প্রার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে তাৎক্ষণিক ১৫ জনকে প্রাথমিক নিয়োগ দিয়েছে তারা।

এছাড়া জমা পড়া সিভিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পরবর্তীতে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। মেলায় দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী মেলায় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১৫টি সেমিনার অনুষ্ঠিত হয়।

রোববার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।