ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
খুবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আলোচনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ফুলব্রাইট স্কলারশিপসহ যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)। রোববার (ডিসেম্বর ০৭) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।



ঢাকাস্থ আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট শাহীন খান ও কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ক্যালভিন এল হেইস ফুলব্রাইট স্কলারশিপ, ফুলব্রাইট ফরেন ল্যাংগুয়েজ এবং ফুলব্রাইট ভিজিটিং প্রোগ্রামসহ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এবং পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

তিনি আমেরিকান কালচারাল সেন্টারের প্রতিনিধিদের স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সিইটিএল এর উপ-পরিচালক এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ