ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

বিচার দাবিতে ১৩ ডিসেম্বর শিক্ষকদের কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
বিচার দাবিতে ১৩ ডিসেম্বর শিক্ষকদের কর্মবিরতি

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।



ওই দিন (শনিবার) দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখবেন শিক্ষকরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, আমাদের সহকর্মী দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এর ২৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। হত্যাকারী সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারেও সঠিক কোনো অভিযোগ আনা হয়নি।  

তিনি আরো জানান, এর প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১৩ ডিসেম্বর কর্মবিরতি পালন করবে শিক্ষক সমিতি।

১৫ নভেম্বর নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক একেএম শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ