ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
৩৪তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ৩৪তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বাংলানিউজকে জানান, এতে উত্তীর্ণ হয়েছে ৯হাজার ৮২২ জন।



লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে থেকে পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd এ ফল পাওয়া যাচ্ছে।

প্রকাশিত ফলে সাধারণ ক্যাডারে দুই হাজার ৯৬ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে এক হাজার ৭৮০ জন উত্তীর্ণ হয়েছেন।
 
সকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা বাংলানিউজিকে জানান, পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BCS <স্পেস> 34 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৪ জনের ফল স্থগিত করা হয়েছে। তাদেরকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে পিএসসির আগারগাঁও কার‌্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে বলেছে পিএসসি।
 
চলতি বছরের ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন। এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল।

প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। কিন্তু প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।

পুনর্মূল্যায়িত ফলে আদিবাসীরা বাদ পড়ে বলে অভিযোগ উঠে। আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ জনের নাম ছিল না।

১৬ ফেব্রুয়ারি তাদেরও যোগ করে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যাতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ হাজার ৫৩০ জন।

পিএসসির এক সদস্য বাংলানিউজকে বলেন, প্রায় ৫০ হাজার পরীক্ষার্থীর সাড়ে ৩ লাখ উত্তপত্র মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশেও বিলম্ব হয়।

প্রিলিমিনারি ও লিখিত ছাড়াও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ভেরিফিকেশন শেষে তাদের পদায়ন করে।

লিখিত পরীক্ষার্থীর সংখ্যা কমাতে বিধিমালা সংশোধন করে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

** ৩৪তম বিসিএসে ৩৮ পরীক্ষার্থীর শাস্তি

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪/আপডেটেড- ১৪১৭ ঘণ্টা

ফলাফল জানতে ক্লিক করুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ