ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

শিক্ষা

৩৪তম বিসিএসে ৩৮ পরীক্ষার্থীর শাস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
৩৪তম বিসিএসে ৩৮ পরীক্ষার্থীর শাস্তি

ঢাকা: ৩৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও প্রতারণার জন্য বহিস্কৃত হওয়া ৩৮ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

পিএসসি জানায়, পরীক্ষার হলে মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ ও ব্যবহার, অনদুপায় অবলম্বন, প্রতারণা, দুর্নীতি এবং অসদাচরণের কারণে ‘শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা- ২০০০’ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়।



এদের মধ্যে ২২ জন প্রার্থীর পরীক্ষা বাতিল ছাড়াও এক থেকে ৪বছরের মধ্যে পিএসসির অধীনে যেকোনো পদে আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন...

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে সব মিলে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হন।

এছাড়া আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৪ জনের ফল স্থগিত করা হয়। তাদেরকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে পিএসসির আগারগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে বলেছে পিএসসি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।