ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়া জিলা স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বগুড়া জিলা স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জিলা স্কুলে ভর্তি পরীক্ষা ‍অনুষ্ঠিত হয়েছে। স্কুলটিতে ২৩০ আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে ১ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী।



শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। অভিভাবকরা শিশুদের নিয়ে পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া জিলাস্কুল কেন্দ্রে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ বাংলানিউজকে জানান, ৫০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ঘোষিত আদেশ অনুযায়ী ২৬ ও ২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া জিলা স্কুল এলাকার চারদিকে ২০০ গজের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মাইকিং নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ