ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে এগিয়ে বগুড়ার স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
রাজশাহী বোর্ডে এগিয়ে বগুড়ার স্কুল

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে এবার ক্যাডেট কলেজগুলোকে আবারও পেছনে ফেলে চমক দেখালো বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বোর্ডের সেরা বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বগুড়া জেলার ৯টি স্কুল স্থান দখল করে নিয়েছে।



সেরা বিশটি স্কুল হলো, বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১ম), বগুড়া গভার্মেন্ট গার্লস হাইস্কুল (২য়), বগুড়া জিলা স্কুল (৩য়), বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ (৪র্থ), বগুড়ার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল (৫ম), পাবনা গভার্মেন্ট গার্লস হাইস্কুল (৬ষ্ঠ), রাজশাহী গভার্মেন্ট গার্লস হাইস্কুল (৭ম), রাজশাহী গভার্মেন্ট পিএন গার্লস হাইস্কুল (৮ম)।

এছাড়া জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, বগুড়া মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল যৌথভাবে ৯ম হয়েছে।

অপরদিকে, মেধাক্রমনুসারে সেরা বিশ স্কুলের মধ্যে এর পরের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ, সিরাজগঞ্জ গভার্মেন্ট বিএল হাইস্কুল, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী গভার্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, পাবনা জিলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, সিরাজগঞ্জের মোমেনা আলী বিজ্ঞান স্কুল, বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল, সারদা গভার্মেন্ট পাইলট হাইস্কুল, নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও বগুড়ার পুলিশ লাইন হাইস্কুল।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ