ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি কলেজে ওয়েবসাইট তৈরির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
সরকারি কলেজে ওয়েবসাইট তৈরির নির্দেশ

ঢাকা: দেশের সব সরকারি কলেজে ডায়নামিক ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে ওয়েবসাইট তৈরি করে এর ঠিকানা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।



শিক্ষা মন্ত্রণালয়ের আইটি সেলের এক অফিস স্মারকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়।

কলেজগুলোর কাজকর্ম তড়িৎ ও সুচারুভাবে করতে এ নির্দেশ দিয়েছে সরকার।

ওয়েবসাইটে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ ও বিগত শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ (আর্কাইভ), একাডেমিক ক্যালেন্ডার, বিভাগভিত্তিক ক্লাস রুটিন (কোনো শিক্ষক ছুটিতে থাকলে তার পরিবর্তে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে), প্রতিষ্ঠানের ইতিহাস, ভৌত অবকাঠামো, বিষয় ও পদভিত্তিক কলেজের পদের তথ্য, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সব তথ্য, বিভিন্ন পরীক্ষার ফল, ভর্তির তথ্য, বিভিন্ন ফরম, বিভিন্ন নোটিশ, শিক্ষার্থী প্যানেল, শিক্ষক প্যানেল, অভিভাবক প্যানেল, ফটো গ্যালারি, লাইব্রেরিতে বিভাগভিত্তিক বইয়ের তালিকা, অভিযোগ কর্নার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

এসব ওয়েবসাইট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার হোস্ট করবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫/আপডেট: ১৭১৫

** বাধ্যতামূলক হচ্ছে স্কুলের ওয়েবসাইট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।