ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির সমাবর্তনের অংশগ্রহণকারীদের জন্য ট্রেনে অতিরিক্ত বগি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রাবির সমাবর্তনের অংশগ্রহণকারীদের জন্য ট্রেনে অতিরিক্ত বগি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯ম সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের আসার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনে একটি অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে জানানো হয়, রাবিতে রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ৯ম সমাবর্তনে অংশগ্রহণকারীদের আসার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-রাজশাহী রুটের আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটিতে একটি অতিরিক্ত বগি (নম্বর-৭৩১৪) সংযোজন করেছেন।

পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার দিনগত রাত ১টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। শনিবার সকালে ট্রেনটি অতিরিক্ত বগিসহ রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে। সমাবর্তনে অংশগ্রহণকারীরা স্টেশন থেকে এ ট্রেনে রাজশাহী আসতে পারেন। প্রয়োজনে ০১৭১১৪৬০০৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।