ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেয়েদের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মেয়েদের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে হবে ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে মেয়েদের ধারাবাহিক সাফল্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বপ্নের দেশ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে মেয়েদের অংশগ্রহণ অনিবার্য। এজন্য মেয়েদের লেখাপড়ায় সর্বোচ্চ ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানান তিনি।

২০১৪ সালে এসএসসি পরীক্ষায় সিদ্বেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৮২ শতাংশ ছাত্রী জিপিএ-৫, ১০ জন ট্যালেন্টপুলে বৃত্তি এবং এক শিক্ষার্থী ঢাকা বোর্ডে দ্বিতীয়স্থান লাভ করেছে।

এ প্রসঙ্গে বিদ্যালয়টির সভাপতি শেখ রইশুল আলম ময়না বলেন, শিক্ষার্থী এবং ছাত্রীদের ফলাফলে আমরা সন্তুষ্ট। আমাদের বিশ্বাস, সবার সমন্বিত প্রচেষ্টায় আগামীতে শতভাগ ছাত্রী জিপিএ-৫ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহবুদ্দিন মোল্লা ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।